Ridge Bangla

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন বিভাগ চালুর অনুমোদন দিল ইউজিসি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগ চালুর ফলে নওগাঁয় উচ্চশিক্ষা বিস্তারে নতুন অগ্রগতি ঘটেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়টির অধীনে দুটি নতুন বিভাগ চালুর অনুমোদন দিয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) জারি করা ইউজিসির অফিস আদেশে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকে শর্তসাপেক্ষে আইন অনুষদের অধীনে আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগ চালুর অনুমতি দেওয়া হয়।

ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত অনুমোদনপত্রটি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে পাঠানো হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন বিভাগ দুটির কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে। স্থানীয়ভাবে দীর্ঘদিনের উচ্চশিক্ষা বিস্তারের স্বপ্ন পূরণের পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসানাত আলী এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, আইন ও হিসাব বিজ্ঞান বিভাগ চালুর ফলে স্থানীয় শিক্ষার্থীরা রাজধানীতে না গিয়েও মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। খুব দ্রুত একাডেমিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিভাগগুলোর কার্যক্রম শুরু করা হবে।

নওগাঁর শিক্ষাবিদ সাবেক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী এ অনুমোদনকে জেলার শিক্ষাখাতে বড় অর্জন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, চাহিদাসম্পন্ন দুটি বিভাগ চালুর ফলে বিশেষ করে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা নিজেদের এলাকায় থেকেই পড়াশোনার সুযোগ পাবে। পাশাপাশি অঞ্চলের মানবসম্পদ উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রও প্রসারিত হবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো সম্প্রসারণের এই সিদ্ধান্তকে স্থানীয় মানুষ ইতোমধ্যেই স্বাগত জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, কারিকুলাম প্রণয়ন ও একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

 

 

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন