Ridge Bangla

নওগাঁয় জমি নিয়ে বিরোধে ট্রিপল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নওগাঁর পোরশায় জমি নিয়ে বিরোধের জেরে ট্রিপল হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া মামলার আরও ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, প্রমাণের অভাবে ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাব্বির আহমেদ বলেন, ‘‘এই রায়ে আমরা সন্তুষ্ট। আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন।’’ অপরদিকে আসামিপক্ষের আইনজীবী তাজরিন নাহার জানান, ‘‘আমরা উচ্চ আদালতে আপিল করব।’’

২০১৮ সালের সেপ্টেম্বরে পোরশা উপজেলার দুবলহাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন নিহত হন। এ ঘটনায় নিহতদের স্বজনরা মোট ১৫ জনের বিরুদ্ধে পোরশা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে আদালত বিচার প্রক্রিয়া শুরু করে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার (৬ আগস্ট) নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ের পর সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষ আশা প্রকাশ করেছে, এ রায়ের মাধ্যমে এলাকায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে এটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

আরো পড়ুন