Ridge Bangla

নওগাঁয় কাঁচা মরিচের বাজার অস্থির, কেজি ২৪০ টাকা

নওগাঁয় হঠাৎ করেই কাঁচা মরিচের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ৬ গুণ বেড়ে শুক্রবার (১১ জুলাই) সকালে শহরের খুচরা বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়। এ চিত্র দেখা গেছে নওগাঁ পৌর খুচরা বাজার ও সিও অফিস বাজার ঘুরে।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে মরিচের গাছ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি কাদায় ভরে যাওয়ায় চাষিরা মাঠ থেকে মরিচ তুলতে পারছেন না, ফলে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে।

মাত্র এক সপ্তাহ আগেও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা, আর পাইকারি বাজারে ১০ থেকে ১৫ টাকা কেজি। বর্তমানে পাইকারি বাজারেই দাম ছাড়িয়েছে ২০০ টাকা।

বাজার করতে আসা মাসুদ রানা বলেন, “এক সপ্তাহ আগেও ৩০–৩৫ টাকা দিয়ে কিনেছি। কালও ১২০ টাকায় এনেছি। আজ গিয়ে দেখি ২৪০ টাকা। এইভাবে চলতে থাকলে কাল ৩০০–৩৫০ টাকা হবে।”
আরেক ক্রেতা ফিরোজ হোসেন অভিযোগ করেন, “বর্ষার অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে। অথচ মরিচ একেবারে অদৃশ্য হয়নি। বাজারে নজরদারি থাকলে এমন হতো না।”

বিক্রেতা সাগর আলী জানান, “ভোরে পাইকারি বাজার থেকে ২০০ টাকায় কিনতে হয়েছে। তাই ২৩০–২৪০ টাকায় বিক্রি করছি। বৃষ্টি কমলে দাম আবার কমবে।”

মরিচচাষি রাসেল হোসেন বলেন, “আগে ১০–১৫ টাকা কেজিতে মরিচ বিক্রি করেছি। শ্রমিকের মজুরি উঠত না। এখন বৃষ্টিতে গাছ নষ্ট হয়েছে, মরিচ তুলতে পারছি না।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর নওগাঁ জেলায় ৯৬৫ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে।

আরো পড়ুন