Ridge Bangla

ধারাবাহিক নাটক ‘জ্ঞানী গনি ২’ নিয়ে ফিরছেন নাদিয়া

জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া আবারও ফিরছেন ছোট পর্দায় নতুন ধারাবাহিক নাটক নিয়ে। এবারের কাজের নাম ‘জ্ঞানী গনি ২’, যা মূলত আগের জনপ্রিয় ধারাবাহিক ‘জ্ঞানী গনি’-এর দ্বিতীয় পর্ব। নাটকটি পরিচালনা করেছেন ইমরান ইমন, আর এটি প্রকাশ পাচ্ছে বঙ্গ অ্যাপ ও ইউটিউব চ্যানেলে।

প্রথম কিস্তি মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। বিশেষ করে বঙ্গর ডিজিটাল প্ল্যাটফর্মে নাটকটি হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। দর্শকদের সেই আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানিয়ে নির্মিত হয়েছে ‘জ্ঞানী গনি ২’, যা কমেডি ও ড্রামার মিশেলে একটি মজার অথচ বার্তাপূর্ণ গল্প উপহার দেবে বলে আশা নির্মাতাদের।

নাটকটি নিয়ে নাদিয়া বলেন—

“দর্শকদের ভালোবাসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। প্রথম পর্বের সফলতা আমাদের অনেক সাহস জুগিয়েছে। এবারও আমরা চেষ্টা করেছি আগের চেয়েও ভালো কিছু করার।”

নতুন পর্বে হাস্যরসের পাশাপাশি সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। নাদিয়ার সঙ্গে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, আহসানুল হক মিনু, টুম্পা মাহবুব, শাহাদাত শিশির, মাহমুদ আলমসহ আরও অনেকে।

নির্মাতারা জানিয়েছেন, এই নাটক শুধু বিনোদন নয়, বরং কিছু মূল্যবান বার্তাও পৌঁছে দেবে দর্শকের কাছে। ‘জ্ঞানী গনি ২’ আজই উন্মুক্ত হচ্ছে এবং আশা করা যাচ্ছে, এটি আগের মতোই দর্শকদের মুখে হাসি ফোটাবে এবং হৃদয় ছুঁয়ে যাবে।

আরো পড়ুন