Ridge Bangla

ধামইরহাট থানায় ট্রাংক ভেঙে এইচএসসি-র প্রশ্নপত্র চুরি

নওগাঁ জেলার ধামইরহাট থানায় পুলিশ হেফাজতে থাকা ট্রাংক ভেঙে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ জুন) রাতে, তবে বিষয়টি জনসমক্ষে আসে শুক্রবার (২০ জুন)। এতে এলাকায় চরম চাঞ্চল্য এবং শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ে।

প্রশ্নপত্র সংরক্ষণের জন্য নির্ধারিত ট্রাংকের দুটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। ট্রাংকের ভেতরে ছেঁড়া অবস্থায় ছড়িয়ে থাকা ছিল ‘ইসলামের ইতিহাস’ বিষয়ের একটি প্রশ্নপত্র, যা থেকে প্রশ্নফাঁসের আশঙ্কা দেখা দিয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রাজশাহী শিক্ষা বোর্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে। বোর্ডের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তদন্ত কমিটিকে অতি দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার (২১ জুন) কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানানো হয়।

এদিকে, এই ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, প্রশ্নপত্রের মতো অতি গুরুত্বপূর্ণ নথি পুলিশের হেফাজতে থেকেও নিরাপদ নয়, এটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

ধামইরহাট থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি, তবে থানার পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। প্রশ্নপত্র চুরির মতো স্পর্শকাতর ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন