Ridge Bangla

ধানমন্ডি ৩২ নম্বরে আ. লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণপিটুনি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে প্রথম ঘটনা ঘটে এবং রাত ৯টার দিকে আরও দুইজনকে পেটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম ব্যক্তি ধানমন্ডি ৩২-এ এসে ভিডিও কলে কারও সঙ্গে পরিস্থিতি শেয়ার করছিলেন। সেই কলের অপর প্রান্তে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা গেলে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ছাত্র-জনতার দাবি, ওই ব্যক্তির নিজের ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি পাওয়া গেছে।

এক বিক্ষুব্ধ ছাত্র বলেন, “গতকাল শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। আমরা এখানে আছি, যেন তারা কোনো অঘটন ঘটাতে না পারে।” রাত ৯টার দিকে একই সন্দেহে আরও একজনকে গণপিটুনি দেওয়া হয়, যদিও তার আওয়ামী লীগ কর্মী হওয়ার বিষয়ে কেউ নিশ্চিত হতে পারেনি।

এসময় জনতা “আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, জিয়ার সৈনিক এক হও লড়াই করো”সহ নানা স্লোগান দেয়।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম গণপিটুনির ঘটনাটি নিশ্চিত করে জানান, মোট তিনজনকে আটক করা হয়েছে। তাদের মোবাইল ফোন পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বলেন, “যদি তারা নির্দোষ হয়, ছেড়ে দেওয়া হবে। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন