Ridge Bangla

ধর্ষণের প্রতিবেদন না দেওয়ায় এসপিকে হাইকোর্টে তলব

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ঘরে ঢুকে ধর্ষণের ঘটনার তদন্ত প্রতিবেদন সময়মতো না দেওয়ায় জেলা পুলিশ সুপারকে (এসপি) তলব করেছে হাইকোর্ট। মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, আগামী ১২ আগস্ট কুমিল্লার এসপিকে আদালতে হাজির হয়ে তদন্ত প্রতিবেদন না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে।

এর আগে, আদালতের নির্দেশে দুই দফা সময় নিয়েও নির্ধারিত দিনে—১৪ জুলাই—তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয় রাষ্ট্রপক্ষ। ওইদিন আদালতে জানানো হয়, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নির্যাতনের ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসের শেষের দিকে কুমিল্লার মুরাদনগরে এক নারী নিজ ঘরে অবস্থানকালে দরজা ভেঙে ধর্ষণের শিকার হন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। পরে নির্যাতিতা নিজেই মুরাদনগর থানায় মামলা করেন।

ঘটনার পর সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নুরুন্নবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। শুনানির পর আদালত ২৪ ঘণ্টার মধ্যে ভিডিও ও ছবি অপসারণের নির্দেশ দেয় এবং ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে বলে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন