Ridge Bangla

ধর্ষণের অভিযোগে গ্রেফতার, জামিনে মুক্তি পেলেন আশিস কাপুর

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন। দিল্লির তিস হাজারি আদালত সম্প্রতি তাঁর জামিন মঞ্জুর করে।

জামিনে মুক্ত হওয়ার প্রায় এক সপ্তাহ পর সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন আশিস। তিনি লিখেছেন, “সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার পর আমি স্বস্তি অনুভব করছি। এই অভিজ্ঞতা আমাকে দেশের গণতন্ত্র ও সংবিধানের প্রতি আস্থা আরও দৃঢ় করেছে। বিচারব্যবস্থার প্রতি আমার বিশ্বাস এখন আরও গভীর।”

ঘটনার সূত্রপাত ১১ আগস্ট। দিল্লিতে একটি পার্টিতে আশিস কাপুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন একজন ভুক্তভোগী। অভিযোগে বলা হয়, আশিস তাঁকে জোর করে শারীরিক সম্পর্কের জন্য বাধ্য করেন। একই দিনে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে।

প্রাথমিকভাবে অভিযোগে আরও দুজনের নাম উল্লেখ থাকলেও তদন্তে আশিসকেই গ্রেফতার করা হয়। ২ সেপ্টেম্বর পুনে থেকে আশিসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন পরীক্ষার জন্য দিল্লির আদালতে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।

শনিবার আশিসকে আবারও দিল্লির তিস হাজারি আদালতে হাজির করা হয়। লিঙ্ক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পায়েল সিংহল আশিসকে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। এ সময় তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়।

আদালতের জামিন মঞ্জুর হওয়ায় আশিস কাপুর বর্তমানে মুক্ত রয়েছেন, তবে মামলার বিচার প্রক্রিয়া এখনো চলছে। এই ঘটনায় ভুক্তভোগীর পাশে তদন্ত কর্মকর্তারা ও আদালত বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন