বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে বিভাজনের পরিবেশ তৈরি করতে চায়। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও বিএনপি কখনো ধর্মের ভিত্তিতে রাষ্ট্র বা সমাজকে বিভক্ত করার রাজনীতিতে বিশ্বাস করে না।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুল বলেন, ২৪ জুলাইয়ের গণআন্দোলন দেশের সামগ্রিক চিন্তাভাবনা ও তরুণ সমাজের মানসিকতায় বড় পরিবর্তন এনেছে। এখন জনগণ সর্বক্ষেত্রেই পরিবর্তন চায় রাষ্ট্র পরিচালনা, শিক্ষা, বিচারব্যবস্থা ও সামগ্রিক কাঠামোতে। পুরোনো রাষ্ট্রকাঠামো দিয়ে আর দেশ পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারকে তীব্র সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের চিন্তাতেই উঠে এসেছে এসব সংস্কারের রূপরেখা। তিনি আরও বলেন, তরুণরা আজ হতাশ ডিগ্রি নিয়েও চাকরি নেই। তাই নতুন বাংলাদেশে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করা হয়েছে, যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধু চাকরি নয়, ব্যবসা, কৃষি ও শ্রমক্ষেত্রে সমন্বিতভাবে সুযোগ সৃষ্টি করা হবে।