Ridge Bangla

ধনশ্রী বললেন, মুখ খুললে চাহালই পড়বেন বিপদে

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর একাধিকবার অভিযোগের মুখে পড়েছেন বলিউডের নৃত্যশিল্পী ধনশ্রী বর্মা। চাহালের সঙ্গে প্রতারণা করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। অবশেষে নিজেই মুখ খুলেছেন ধনশ্রী।

‘রাইস অ্যান্ড ফল’ অনুষ্ঠানে ধনশ্রী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “যত ভুলভাল কথা বলা হচ্ছে, সবটাই মিথ্যা। ওর আসলে ভয় লাগে, আমি যদি মুখ খুলি। তাই আগে থেকেই আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।” ধনশ্রী আরও জানান, মুখ খোলার ক্ষেত্রে চাহালই সমস্যায় পড়বেন।

ধনশ্রী বলেন, ভরণপোষণ বিষয়েও অবান্তর খবর ছড়ানো হচ্ছে। “৬০ কোটি নয়, চাহাল আমাকে ভরণপোষণ দিচ্ছেন, কিন্তু সেটা নিয়ে গুজব বানানো হচ্ছে। ওর আচরণে কোর্টের সামনে আমি কান্নায় ভেঙে পড়েছি।”

ধনশ্রী ও চাহাল ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুজনের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। এরপরও সামাজিক মাধ্যমে দুজনকে একে অপরকে খোঁচা দিতে দেখা গেছে।

ধনশ্রীর এই মন্তব্যে স্পষ্ট হয়ে গেছে, তিনি আর গোপন থাকবেন না। তিনি নিজের অবস্থান প্রকাশ করে বললেন, গুজব ও ভুল ধারণার বিরুদ্ধে তিনি সরাসরি কথা বলবেন। এমনকি প্রয়োজনে চাহালই এই পরিস্থিতির সম্মুখীন হবেন।

নৃত্যশিল্পী হিসেবে নিজের পরিচয় এবং ব্যক্তিগত জীবনের ন্যায্যতা রক্ষা করতে ধনশ্রী এবার দৃঢ় মনোভাব দেখিয়েছেন। তাঁর বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক সমালোচনা ও সমর্থন উভয়ই অর্জন করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন