Ridge Bangla

দ্য আন্ডারটেকারের মুখোমুখি সালমান খান!

রেসলিং দুনিয়ার ভয়ঙ্কর মুখোশধারী কিংবদন্তি দ্য আন্ডারটেকার এবার টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ হাজির হতে পারেন। ভারতীয় গণমাধ্যম মিড-ডে জানিয়েছে, শো’টির নির্মাতারা বিশেষ চমক হিসেবে তাকে ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট করার পরিকল্পনা করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই সালমান খানের সঞ্চালনায় প্রচারিত শো’তে প্রবেশ করতে পারেন এই কিংবদন্তি।

প্রতি মৌসুমেই নানা চমক ও বিতর্কে ভরা থাকে ‘বিগ বস’। তবে আন্ডারটেকারের অংশগ্রহণের গুঞ্জন ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে অন্য রকম। রেসলিং ভক্ত থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে নতুন ভূমিকায় দেখার জন্য।

শো-সংক্রান্ত সূত্রের দাবি, আন্ডারটেকারের মতো বিশ্বখ্যাত তারকাকে নিয়ে আসা গেলে এটি হবে ‘বিগ বস’-এর ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সহযোগিতা। কারণ, তিনি কেবল একজন রেসলার নন; বরং বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে কিংবদন্তি এক চরিত্র, যিনি তার রহস্যময় উপস্থিতি আর ভয়ঙ্কর পারফরম্যান্স দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, দ্য আন্ডারটেকারের আগমন শুধু দর্শকসংখ্যা বাড়াবে না, বরং ভারতীয় টেলিভিশনের বিনোদন জগতেও তৈরি করবে এক নতুন দিগন্ত। সালমান খান ও আন্ডারটেকারের মুখোমুখি হওয়া মুহূর্ত হবে দর্শকদের জন্য এক ঐতিহাসিক অভিজ্ঞতা। যদিও এখনো পর্যন্ত ‘বিগ বস’ নির্মাতারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবুও সামাজিক মাধ্যমে ভক্তদের আলোচনায় স্পষ্ট, এবারের মৌসুমে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক অভাবনীয় চমক।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন