Ridge Bangla

দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফর

চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নতুন দিক উন্মোচন।

বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।

ঢাকায় পৌঁছানোর পর জাম কামাল খানকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

আগামী ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এ সফর। এ সময়ে জাম কামাল খান তার বাংলাদেশি সমকক্ষসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ খাতে নতুন সহযোগিতার সুযোগ খুঁজে দেখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন