Ridge Bangla

দেহে বিষের মাত্রা পরীক্ষা করালেন সামান্থা; কী জানালেন তিনি?

বর্তমান জীবনে দূষণ ও অস্বাস্থ্যকর খাবারের কারণে দেহে ক্ষতিকারক পদার্থের উপস্থিতি বাড়ছে। তাই সুস্থ থাকতে দেহে বিষের মাত্রা জানা গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই পরীক্ষা করিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

সামান্থা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘‘আমি সুস্থ থাকতে পছন্দ করি। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাই, শরীরচর্চা করি। সম্প্রতি আমার দেহের টক্সিনের মাত্রা পরীক্ষা করিয়েছি।’’ তিনি জানান, তিনি কল্পনাও করেননি যে দেহে বিষ থাকতে পারে, তবে পরীক্ষার রিপোর্টে কিছু খনিজ উপাদানের অতিরিক্ত উপস্থিতি ধরা পড়েছে। তাই সুস্থ থাকতে দেহে বিভিন্ন বিষাক্ত পদার্থের উপস্থিতি জানা থাকা গুরুত্বপূর্ণ।

এ মুহূর্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সামান্থা ‘ডিটক্স’ প্রক্রিয়া শুরু করেছেন, যা তিন থেকে চার মাস সময় নেবে। ‘টক্সিন টেস্ট’ মূলত রক্তের মাধ্যমে দেহে ক্ষতিকারক পদার্থের উপস্থিতি নির্ণয় করে। এতে আয়রন, লেড, আর্সেনিকসহ অন্যান্য খনিজ এবং ভিটামিনের মাত্রা দেখা যায়।

চিকিৎসক আশিস মিত্র বলেন, ‘‘রক্তের টক্সিন পরীক্ষার মাধ্যমে দেহে উপস্থিত বিভিন্ন ক্ষতিকারক পদার্থের মাত্রা জানা সম্ভব।’’ দেহে অতিরিক্ত খনিজ বা ভিটামিন থাকলে টক্সিসিটি তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ, অতিরিক্ত আয়রন কোষ্ঠকাঠিন্য ও ত্বকের কালো হওয়ার কারণ হতে পারে, আর আর্সেনিক বা লেড নার্ভ সমস্যা ও ত্বকের আলসার সৃষ্টি করতে পারে।

এছাড়া অনেক সময় জিমে শরীরচর্চা করার জন্য অতিরিক্ত ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়াও টক্সিসিটি সৃষ্টি করতে পারে, যদিও এটি বিরল। যেকেউ চাইলে টক্সিন পরীক্ষা করাতে পারেন। বিশেষ কোনো লক্ষণ থাকলে চিকিৎসকও এই পরীক্ষার পরামর্শ দেন।

সামান্থা বললেন, ‘‘পরীক্ষা করে জেনে নেওয়া গেলে দেহ সুস্থ রাখতে অনেক সাহায্য হয়।’’

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন