Ridge Bangla

দেশ নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র পুনর্গঠনের এই ট্রানজিশন পর্যায়ে একটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, যার মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির সহযোগী সংগঠন যুবদল আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান শোক ও বিজয় যুব সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দেশে ষড়যন্ত্র চলছে, অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা আছে। কিন্তু আমরা বিশ্বাস করি, বিএনপি, যুবদল ও ছাত্রদল যতদিন টিকে থাকবে, ততদিন এই দেশে গণতন্ত্র ধ্বংস করার কোনো শক্তি সফল হবে না।”

তিনি আরও বলেন, “আমরা দুঃসময় পার করে এসেছি। শেখ হাসিনার সরকারের নির্যাতন, নিপীড়ন ও দমননীতির মধ্য দিয়ে আন্দোলন করে আজ এই জায়গায় পৌঁছেছি। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ—ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এবং দুর্বল রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠন করা।”

বিএনপি মহাসচিব এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আসুন, আমরা কাদা ছোড়াছুড়ি বন্ধ করি। সামনে একটি সুযোগ এসেছে—গণতন্ত্র পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন ফিরিয়ে আনার। সবাই একসঙ্গে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি অতীতেও সংকটে দায়িত্ব নিয়েছে। আজও সময় এসেছে দেশের জন্য দায়িত্ব নেওয়ার। দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।”

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন