Ridge Bangla

দেশ ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী মাহি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। যদিও এই সফরের নির্দিষ্ট উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি।

ফেসবুকে পোস্ট দিয়ে মাহি লেখেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।” পোস্টে তিনি নিউইয়র্ক লোকেশনও চেক-ইন দেন। এতে অনেকেই শুভকামনা জানালেও, অনেক ভক্ত জানতে চান, মাহি কি তবে দীর্ঘ সময়ের জন্য দেশ ছাড়লেন?

পরবর্তীতে এক গণমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মাহি জানান, “ভিসা পাওয়ার পর আর যুক্তরাষ্ট্র যাওয়া হয়নি, তাই এবার একটু সময় বের করে ঘুরতে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে আবার ফিরে যাব।”

তবে মাহির এই হঠাৎ বিদেশযাত্রাকে ঘিরে শোবিজ অঙ্গনে গুঞ্জন থামছে না। কারণ, গত বেশ কিছুদিন ধরেই তাকে নতুন কোনো সিনেমার শুটিংয়ে দেখা যাচ্ছিল না। সর্বশেষ তাকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায়, যা মুক্তি পেয়েছিল প্রায় এক বছর আগে। এরপর থেকে অভিনয়ের চেয়ে তার ব্যক্তিজীবনের নানা ঘটনা ও আলোচনাই বেশি নজর কেড়েছে।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে মাহি চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ওহ মাই লাভ’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। তার প্রাঞ্জল অভিনয়, পর্দায় উপস্থিতি এবং ব্যক্তিত্ব তাকে ঢালিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তবে এই সফর থেকে ফিরে মাহি নতুন কোনো সিনেমায় কাজ করবেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানাননি। তবে ভক্তরা তার ফেরার অপেক্ষায় আছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন