দেশ গড়তে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য বিশেষ করে নারী সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন হওয়া উচিত, তেমন দেশ গড়তে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সবার জন্য নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। নারীশক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। কিন্তু এখনো অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রে দেশের নারীরা পিছিয়ে রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের শিক্ষাদান ও অর্থনৈতিক স্বাবলম্বিতায় বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করবে।”
নারীদের আর্থিক সক্ষমতা পারিবারিক সহিংসতা কমাতেও সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ প্রান্তিক পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে।
নারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”