Ridge Bangla

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি পেয়েছে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন দাম আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির মাধ্যমে প্রতি মাসে ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করা হয়। সংশোধিত প্রাইসিং ফর্মুলার ভিত্তিতে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে সব প্রকার জ্বালানি তেলে একই হারে সমন্বয় আনা হয়েছে।

নতুন মূল্য

  • ডিজেল: প্রতি লিটার ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা,
  • অকটেন: ১২২ টাকা থেকে বাড়িয়ে ১২৪ টাকা,
  • পেট্রোল: ১১৮ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা, এবং
  • কেরোসিন: ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা।

সরকার বলেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সমন্বয় অব্যাহত থাকবে, যাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকে। নতুন মূল্য কার্যকর হওয়ায় পরিবহন ও বিভিন্ন খাতের ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন