Ridge Bangla

দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের সতর্কতা

বাংলাদেশের ওপর বর্তমানে কম সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু, আর উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের মৌসুমি বায়ুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী এক সপ্তাহ ধরে অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের তাপমাত্রা সামান্য বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে হঠাৎ বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার কারণে জনজীবন কিছুটা ব্যাহত হতে পারে। সড়ক ও নদী এলাকায় ভ্রমণকারী ও কৃষি খাতের মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া আগামী এক সপ্তাহ দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের বানভাসি এবং হঠাৎ বন্যার ঝুঁকি বিবেচনায় সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন