জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। অনিশ্চয়তা ও সংশয়ের মধ্যেই শীর্ষ রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
বিএনপির শীর্ষ নেতাদের মতে, এবারের নির্বাচনে প্রার্থী বাছাই একটি বড় চ্যালেঞ্জ। গত বছরের অভ্যুত্থানের পর গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ। দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় আছে। নির্বাচনী আচরণবিধি মেনে চলা থেকে শুরু করে দায়িত্বশীল আচরণে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জানা গেছে, ৩০০ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করেছে বিএনপি। পাশাপাশি শরিক দলগুলোকেও আসন ভাগাভাগির তালিকা দিতে বলা হয়েছে। কিছু দল ইতিমধ্যেই নিজেদের তালিকা বিএনপির হাইকমান্ডের কাছে জমা দিয়েছে। এ তালিকা যাচাই-বাছাই করছেন তারেক রহমান। শরিকদের আসন চূড়ান্ত হওয়ার পর বিএনপির প্রার্থী তালিকা নির্ধারণ হবে।
দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন চূড়ান্ত করতে পাঁচটি মাপকাঠি নির্ধারণ করেছেন তারেক রহমান— প্রার্থীর ক্লিন ইমেজ; এলাকায় জনপ্রিয়তা (জরিপের ভিত্তিতে); গণতন্ত্রের জন্য ত্যাগের ইতিহাস; সংগঠনের জন্য অবদান; কোন্দলমুক্ত প্রার্থী। বিএনপির নীতিনির্ধারকরা এই মানদণ্ডে প্রাথমিকভাবে মনোনয়ন চূড়ান্ত করেছেন। তবে সমান যোগ্যতার একাধিক প্রার্থী থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান নিজেই।