Ridge Bangla

দেশে ফিরে ছেলেকে চমকে দিলেন অপূর্ব, হৃদয়ছোঁয়া মুহূর্ত ভাইরাল

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শুধু অভিনয়েই নয়, ব্যক্তিগত জীবন ও আবেগঘন মুহূর্ত দিয়েও দর্শকদের মন জয় করেন। সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফেরার পর ছেলেকে চমকে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবারো অনুরাগীদের হৃদয়ে ছোঁয়া দিলেন তিনি।

১ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নিঃশব্দে ছেলের রুমে প্রবেশ করেন অপূর্ব। বেলকনির পর্দা সরিয়ে আলতো করে ছেলের কপালে চুমু দেন এবং জড়িয়ে ধরেন। আবেগে আপ্লুত ছেলেটি বাবাকে আঁকড়ে ধরে কেঁদে ফেলে।

ভিডিওর ক্যাপশনে অপূর্ব লিখেছেন, “ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই” এবং সঙ্গে যুক্ত করেছেন হৃদয়ের ইমোজি। মুহূর্তটি বহু নেটিজেনের হৃদয় স্পর্শ করেছে। প্রবীণ অভিনেতা আজম খান মন্তব্য করেন, “অসাধারণ একটা মুহূর্ত, মায়া আর ভালোবাসার বহিঃপ্রকাশ।”

একজন নেটিজেন লেখেন, “পৃথিবীর সেরা আলিঙ্গন হচ্ছে বাবা-মাকে জড়িয়ে ধরা। এর চেয়ে সুন্দর মুহূর্ত, সুন্দর অনুভূতি আর কিছুই হতে পারে না।”

অপূর্বের এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়, এবং অনেকেই পিতৃত্বের সৌন্দর্য, পরিবারের গভীর সম্পর্ক ও ভালোবাসার গুরুত্ব নতুন করে অনুভব করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন