Ridge Bangla

দেশে ফিরবেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরছেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন।”

ডা. জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ সন্তান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে জনগণের অধিকার আদায়ের লড়াই পরিচালিত হবে। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “পতিত স্বৈরাচার জনগণের অধিকার হরণে নানা পায়তারা করছে। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু জনগণ তা সফল হতে দেবে না।”

পিআর পদ্ধতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “পিআর পদ্ধতি একটি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছামতো ডাস্টবিনে ফেলে দেওয়ার বিষয় নয়। আমাদের আবেগী না হয়ে জনআকাঙ্ক্ষা বুঝতে হবে।”

বিএনপির এই শীর্ষ নেতা আরও দাবি করেন, জনগণের রায় ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারে না। তাই তারেক রহমান দেশে ফিরে এসে জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারের পতন ঘটাবেন। অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ ও গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের ওপর জোর দেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন