Ridge Bangla

দেশে প্রথমবার পালিত হবে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস

বাংলাদেশে বজ্রপাতজনিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস পালিত হতে যাচ্ছে। শনিবার (২৮ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই দিবস উপলক্ষে আয়োজিত হবে বর্ণাঢ্য অনুষ্ঠান।

ইউরোপীয় সিভিল প্রটেকশন ও হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ECHO)–এর সহায়তায় বাস্তবায়িত সুফল-২ (Scaling Up Forecast-based Action and Learning in Bangladesh) প্রকল্প এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে এই আয়োজন করছে।

আয়োজক সংস্থা জানিয়েছে, এই দিবস উদযাপন উপলক্ষে থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে র‍্যালি, বজ্রপাত-নিরাপত্তা সরঞ্জামের প্রদর্শনী, সচেতনতামূলক বাংলা পোস্টার ও স্লোগান প্রকাশ এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।বজ্রপাত সতর্কবার্তা ব্যবস্থার বর্তমান অবস্থা, প্রচারণা কৌশল এবং প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। আলোচনায় অংশ নেবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আব্দুল ওয়াদুদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, সাইক্লোন প্রস্তুতি কর্মসূচির পরিচালক আহমাদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উর্মী আহসান, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. কাওসারুল হাসান, আরআইএমইএস (RIMES)-এর আবহাওয়া বিশেষজ্ঞ খান মো. গোলাম রাব্বানী।

এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্থা ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আয়োজনটির মূল উদ্দেশ্য হলো- বজ্রপাত সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ঝড়-বজ্রপাতের সময় কীভাবে নিরাপদ থাকা যায়, সে বিষয়ে সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া। এর মাধ্যমে জনগণের জীবনরক্ষা এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার প্রয়াস চালানো হচ্ছে।

আরো পড়ুন