গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮৩টি নমুনা পরীক্ষার মধ্যে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত ২৮ জনসহ দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জনে। করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৬ জন, যা অপরিবর্তিত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ৭.৩১%। মহামারি শুরুর পর থেকে দেশে গড় শনাক্তের হার ১৩.০৫%।
উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের করোনা শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনগুলোতে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন, যা দেশের করোনা ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিনগুলোর অন্যতম।
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকতে, উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ও নিয়মিত হাত ধোয়ার নির্দেশনাও বহাল রয়েছে।