Ridge Bangla

দেশে নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে দেশের বিভিন্ন পরীক্ষাগারে মোট ৩৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৮টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এতে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৩১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট সাতজন মারা গেছেন এবং সর্বমোট ৩৮৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, বর্তমানে করোনার সংক্রমণ পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও এখনই সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। বর্ষা মৌসুমে শ্বাসতন্ত্রের রোগ বাড়ার আশঙ্কা থাকে, যা করোনার ঝুঁকি বাড়াতে পারে।

এ প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে যাঁরা টিকা নিয়েছেন, তাদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

করোনা প্রতিরোধে সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ, গণপরিবহনে মাস্ক পরিধান এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।

আরো পড়ুন