বাংলাদেশ পুলিশ দেশের ৬৪ জেলায় দুই হাজার ট্রেইনি কনস্টেবল (টিআরসি) নিয়োগ দিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আবু হাসান স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, প্রতিটি জেলায় শূন্য পদ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাভিত্তিক শূন্য পদের হিসাব অনুযায়ী কতজন নিয়োগ দেওয়া হবে তা নিম্নরূপ:
উচ্চসংখ্যা সহ কয়েকটি জেলা: ঢাকা: ১৬৭ জন, চট্টগ্রাম: ১০৬ জন, কুমিল্লা: ৭৫ জন, ময়মনসিংহ: ৭১ জন, সিলেট: ৪৮ জন, টাঙ্গাইল: ৫০ জন।
অন্যান্য নির্বাচিত জেলা: গাজীপুর: ৪৭, নারায়ণগঞ্জ: ৪১, নোয়াখালী: ৪৩, সিরাজগঞ্জ: ৪৩, বরগুনা: ১২, ঝালকাঠি: ৯, বান্দরবান: ৫।
পত্রে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কনস্টেবলরা জেলাভিত্তিক শূন্য পদ অনুযায়ী ট্রেইনিং নেবেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট জেলায় পুলিশি কার্যক্রমে যোগ দেবেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই নিয়োগ কর্মসূচি দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং নতুন প্রজন্মের পুলিশকে কাজে যুক্ত করার লক্ষ্য নিয়ে নেওয়া হচ্ছে।
শীঘ্রই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে, যেখানে আগ্রহী প্রার্থীদের যোগ্যতা, বয়স এবং শিক্ষাগত মানদণ্ড অনুযায়ী নির্বাচিত করা হবে। এভাবে দুই হাজার ট্রেইনি কনস্টেবল দেশের বিভিন্ন জেলায় কার্যকরভাবে দায়িত্ব পালন করবে বলে আশা করা হচ্ছে।