দেশের আটটি বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তিনটি বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি চলমান থাকবে এবং আগামী পাঁচ দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও অতি ভারি বর্ষণও হতে পারে।
শুক্রবার (১ আগস্ট) ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার (২ আগস্ট) ও রোববার (৩ আগস্ট) সারাদেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা এ সময়ে প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।