Ridge Bangla

দেশের ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি তীব্র হয়েছে। এর মধ্যেই আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত অন্তত ৭টি জেলায় দমকা ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি, দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

দিনের তাপমাত্রা আপাতত অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হলেও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরম অনুভূতি বাড়বে। ফলে আবহাওয়াবিদরা নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন