Ridge Bangla

দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত

দেশের ১০টি অঞ্চলে আজ শনিবার (২১ জুন) দুপুর ১টা পর্যন্ত দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রাজধানী ঢাকায়ও আজ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং নদী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন।

আরো পড়ুন