সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনায় কোরিওগ্রাফার অ্যাডলফ খান। তার কয়েকটি ছবি ভাইরাল হয়ে নানা পোস্টে দাবি করা হচ্ছে যে, তিনি নাকি ‘দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ’ হিসেবে পুরস্কার পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অ্যাডলফ খান।
তিনি বলেন, “আমার ছবি-ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাব! লাখ লাখ ভিডিও বানানো হচ্ছে, সঙ্গে মনগড়া ক্যাপশন। অ্যাওয়ার্ড পেয়েছি ঠিকই, কিন্তু সেটা সুদর্শন পুরুষের জন্য নয়।” অ্যাডলফ জানান, তিনি সম্প্রতি কোরিওগ্রাফিতে অবদানের জন্য ‘স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড’ পেয়েছেন। তার ভাষায়, “সত্যিটাই লিখতে পারতেন, কেন বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন!”
বর্তমানে ব্যক্তিগত দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন অ্যাডলফ, কারণ তার বাবা হাসপাতালে ভর্তি। এই সময়ে ভাইরাল ট্রল তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি বলেন, “বাবা হাসপাতালে, মন ভালো নেই। সারাক্ষণ ডিউটি দিচ্ছি। অথচ আমার ছবি দিয়ে আপনারা পোস্ট বানাচ্ছেন। দিশেহারা হয়ে গেলাম।”
তিনি আরও যোগ করেন, “ভাইরাল আর ভিউয়ের বাণিজ্যে আমাকে ব্যবহার করে আপনারা ডলার কামাচ্ছেন। মাঝে মাঝে অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করুন। জামার দাম, লাখো মেয়ের ক্রাশ, শাহরুখের সঙ্গে তুলনা—সব মিলিয়ে বানিয়ে দিলেন দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ!”
অ্যাডলফ স্পষ্ট করে জানান, এমন কোনো ইন্টারভিউ বা বক্তব্য তিনি কখনো দেননি। “আমাকে ভালোবাসেন, ঠিক আছে। কিন্তু ভালোবাসার প্রকাশটা বাস্তব আর সত্য হওয়া উচিত,” বলেন তিনি।
ফ্যাশন ও সাজপোশাকে তার স্বকীয়তা এবং ভিন্নধর্মী স্টাইলের জন্য পরিচিত অ্যাডলফ খান এবার ভুয়া তথ্য ও অতিরঞ্জিত প্রচারণা নিয়ে নেটিজেনদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।