বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (১ সেপ্টেম্বর) সারা দেশে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
জয়পুরহাটে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করা হয়। পরে সার্কিট হাউস মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রাঙ্গণে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখান থেকে বের হওয়া র্যালি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ঢাক-ঢোল বাজিয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।
বরিশালে সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুড়িগ্রামে জেলা কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়ায় সমাবেশে মিলিত হয়। মাদারীপুরে পুরাতন কোর্টমোড় থেকে শোভাযাত্রা বের হয়ে কলেজের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পিরোজপুরে পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে আলোচনা সভায় রূপ নেয়।
নওগাঁয় মধ্যরাতে ৪৭ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরে নওজোয়ান মাঠ থেকে বের হওয়া র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সারাদেশের এসব আয়োজনে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দলীয় ঐতিহ্য তুলে ধরেন।