দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি অক্ষরেখা রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত।
তিনি আরও বলেন,
-
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায়
-
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, ৩ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
এছাড়া দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে সোমবার থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৬ আগস্ট পর্যন্ত দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি থাকবে, তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে।