Ridge Bangla

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

টানা তিন দফা বৃদ্ধি করার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায়। নতুন দাম রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন হিসাব অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণে কিছু তারতম্য থাকতে পারে।

এর আগে, ২৩ সেপ্টেম্বর দেশে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায়, যা রেকর্ড হিসেবে দেশের সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ২ হাজার ২২৮ টাকায় বিক্রি হচ্ছে।

দাম পরিবর্তনের ফলে স্বর্ণের ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে, তবে রুপার দাম এখনও অটল থাকায় তা স্বর্ণের বাজারে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন