Ridge Bangla

দেশজুড়ে শুক্রবার থেকে টানা তিন দিনের ছুটি

ঈদুল আজহার দশ দিনের ছুটির পর আবারও বড় ছুটির মুখে পড়ছেন দেশের সরকারি চাকরিজীবীরা। আগামী শুক্রবার, ৪ জুলাই থেকে সারাদেশে শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি।

শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি। এর সঙ্গে রোববার, ৬ জুলাই যুক্ত হয়েছে পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি। সরকারের ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, আশুরা একটি জাতীয় ধর্মীয় দিবস হিসেবে পালন করা হবে এবং এ দিন সব সরকারি অফিস ও আদালত বন্ধ থাকবে।

এই তিন দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোম্পানি এবং শেয়ারবাজারের কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই সময়ে বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটির মধ্যেও খোলা থাকবে, যাতে সাধারণ নাগরিকদের সেবা গ্রহণে কোনো বিঘ্ন না ঘটে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৯

আরো পড়ুন