Ridge Bangla

দেশজুড়ে বৃষ্টির দাপট, চলবে আরও তিনদিন

সক্রিয় মৌসুমি বায়ু এবং নিম্নচাপের প্রভাবে সারা দেশে চলছে বৃষ্টির দাপট। আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত আরও অন্তত তিন দিন অব্যাহত থাকতে পারে। শনিবার (২৬ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও বৃষ্টির প্রবণতা কমলেও আবার কোথাও তা বাড়তে পারে। এর ফলে সামগ্রিকভাবে দেশের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা ৩০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় আজকের বৃষ্টিপাত গতকালের তুলনায় কিছুটা কম হবে। উপকূলীয় এলাকায়ও ৩০ জুলাইয়ের পর বৃষ্টির প্রবণতা কমতে পারে।”

এদিকে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৬৯ মিলিমিটার। একই সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।

অধিদপ্তর জানিয়েছে, চলমান বৃষ্টির ফলে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং দুর্বল অবকাঠামোতে সমস্যা দেখা দিতে পারে। তবে সামগ্রিকভাবে এটি কৃষি খাতের জন্য ইতিবাচক হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন