Ridge Bangla

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৪৬৬

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৪ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, ঢাকার অন্যান্য জেলায় ৬০ জন, রাজশাহীতে ৬৬ জন, বরিশালে ৮৩ জন, চট্টগ্রামে ৬০ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৪ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতি মাসেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। জুলাই মাসে সর্বাধিক ১০ হাজার ৬৮৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৪১ জন। চলতি আগস্ট মাসেই এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৩৯৮ জন এবং প্রাণ হারিয়েছেন ২২ জন।

চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু এবং ২৬ হাজার ৩৭৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন