Ridge Bangla

দেব-শুভশ্রী বিতর্ক সাফল্যের মাঝেই সরগরম টালিউড

দশ বছর পর বড় পর্দায় ফের একত্রিত হয়েছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। নতুন সিনেমা ‘ধূমকেতু’ দর্শকদের মধ্যে নস্টালজিয়ার আবহ সৃষ্টি করেছে। তবে সিনেমা মুক্তির পর থেকেই শুরু হয়েছে জুটি ঘিরে বিতর্ক। সম্প্রতি দেবের একটি মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তারা দাবি করেছেন, দেব ইঙ্গিত দিয়েছেন—দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী নাকি সারল্য হারিয়েছেন।

এ বিষয়ে শুভশ্রী কড়া জবাব দিয়েছেন, ‘দেবের মন্তব্য ভীষণ অসম্মানজনক।’ তবে দেব এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, ‘যত বেশি ভালোবাসা, তত অভিমান। শুভশ্রী এক ঘণ্টার সাক্ষাৎকারে আমাকে নিয়েই কথা বলেছে, এটাও ভালোবাসার প্রমাণ। আমি সবসময় বলেছি, ও সংসার ও ক্যারিয়ার যেভাবে ব্যালেন্স করছে, সেটা প্রশংসনীয়। দুই সন্তানের মা হওয়া গর্বের বিষয়।’

দেব আরও বলেন, ‘প্রিমিয়ার শোতে ওকে আমন্ত্রণ জানানো হয়নি এমন অভিযোগ ভিত্তিহীন। প্রোমোশনের শুরু থেকেই আমি ওর সঙ্গে সুপারস্টারের মতো আচরণ করেছি। প্রিমিয়ারের দিনও ফোন করেছি, তখন সে মুম্বাইয়ে ছিল।’ তিনি জানান, তাকে প্রশ্ন করা হয়েছিল, যদি আবার ‘ধূমকেতু’ হতো, শুভশ্রীকে কাস্ট করা হতো কিনা। দেবের জবাব, ‘আমি আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার প্রযোজনা সংস্থার প্রথম সিনেমায় থাকবে, তাই অবশ্যই থাকত।’

দীর্ঘ সময় প্রেমের সম্পর্কের পর হঠাৎই বিচ্ছেদ ঘটে দেব ও শুভশ্রীর। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন এবং তাদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে দেবের সম্পর্ক অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে রয়েছে। ব্যক্তিগত ও পেশাগত জীবনের এই উত্তেজনা সত্ত্বেও, ‘ধূমকেতু’র বক্স অফিস সাফল্য বজায় রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন