টালিউডে একসময় রোমান্টিক সিনেমার মানেই ছিল দেব-শুভশ্রী জুটি। মাত্র ছয়টি ছবিতে একসঙ্গে অভিনয় করলেও, দর্শকের মনে তারা গেঁথে গেছেন স্থায়ীভাবে। এক দশকেরও বেশি সময় আলাদা পথে চলার পরও যখন তাদের নাম উচ্চারিত হয়, তখনো হলে গর্জে ওঠে করতালির শব্দ।
কিন্তু এই জনপ্রিয়তার রহস্য কী? সম্প্রতি সংগীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব নিজেই জানালেন, উত্তরটি তার অজানাই। তিনি ক্যান্ডিড ভঙ্গিতে বলেন, “এই প্রশ্নটা দর্শককে করা উচিত। জুটি তৈরি করেন দর্শকই। শুভশ্রীর এখন নিজের সংসার আছে, সে খুশি। আমিও আমার জায়গায় খুশি। তারপরও আজও দেব-শুভশ্রী জুটি সেলিব্রেশন হচ্ছে, আমরা নিজেরাই জানি না।”
দেবের বিশ্বাস, এই জুটির আবেদন সময়ের সীমানা ছাড়িয়ে যাবে। তার ভাষায়, “আমার মনে হয় আমরা যদি পঞ্চাশ বছর পরও দর্শকের সামনে আসতাম, একইভাবে সেলিব্রেশন হতো। শুভশ্রী হয়তো এর উত্তর আরও ভালো দিতে পারবে। কারণ এটা শুধু ভালোবাসা নয় এ এক উদযাপন। মানুষ আমাদের জুটিকে সেলিব্রেট করে।”
দীর্ঘ বিরতির পর দুজনের পুনর্মিলন হয়েছে ‘ধূমকেতু’ ছবিতে। প্রায় ৯ বছর ধরে আটকে থাকা এ সিনেমা মুক্তি পেতেই আবারও টালিউডে ফিরেছে পুরোনো উত্তেজনা। দর্শকের প্রতিক্রিয়া প্রমাণ করেছে কিছু জুটি শুধু জনপ্রিয় হয় না, বরং সময়ের সীমানা অতিক্রম করে কিংবদন্তিতে পরিণত হয়। দেব-শুভশ্রী জুটি তাই আজও অমর, আর হয়তো ভবিষ্যতেও রয়ে যাবে এক চিরন্তন নস্টালজিয়া হিসেবে।