দেব ও শুভশ্রীর নতুন সিনেমা ‘ধূমকেতু’ মুক্তির পর ওপার বাংলার সিনেপ্রেমীরা উত্তেজনার মধ্যে রয়েছেন। রোববার (১৭ আগস্ট) কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি ঝড়ে তুলেছে দর্শক ও বক্স অফিসে একযোগে। সিনেমার সাফল্যকে পরিচালক কৌশিক গাঙ্গুলি এক উৎসবের সঙ্গে তুলনা করেছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে ‘ধূমকেতু’র বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ১.৮৭ কোটি রুপি। এর সঙ্গে আগের দুই দিনের আয়ের যোগফলে, মাত্র তিন দিনে ছবিটির মোট আয় ৭ কোটি রুপির ঘর স্পর্শ করেছে। এ ছাড়া দেশের ৩৫০টি প্রেক্ষাগৃহে ছবির সব শো হাউজফুল। এটি শুধু ছবির টিমের জন্য নয়, পুরো টলিউডের জন্যও আনন্দের খবর।
এমন সাফল্যের পর দর্শকদের ধন্যবাদ জানিয়ে দেব রোববার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “বাংলা ছবির নতুন ইতিহাস গড়ার জন্য ধন্যবাদ।”
উল্লেখ্য, ১৪ আগস্ট মুক্তির দিনেই প্রথম দিনে প্রায় ২ কোটি রুপি আয় করে সিনেমাটি। এটি টলিউডের ইতিহাসে ওপেনিং ডে’তে সর্বোচ্চ আয়। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩.০২ কোটি রুপি হয়। এই ধারাবাহিক সাফল্যই ‘ধূমকেতু’কে মাত্র তিন দিনে সাত কোটি রুপির ব্যবসা সম্পন্ন করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে।
ফ্যান ও সিনেমাপ্রেমীরা এখন উন্মুখ হয়ে অপেক্ষা করছেন, এই ধারা বজায় থাকলে সিনেমাটি আরও বড় সাফল্য অর্জন করতে পারবে। টলিউডের এ নতুন ব্লকবাস্টার সিনেমা প্রমাণ করল, দেব ও শুভশ্রীর জুটি এবং দর্শকদের ভালোবাসা এখনও অটুট।