Ridge Bangla

দেবহাটায় অনুমোদন ছাড়া সার মজুত, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার দেবহাটায় অনুমোদন ছাড়াই দোকানে সার মজুত রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নোয়াপাড়া হাদিপুর ক্লাব মোড়ে মোহাম্মদ রমজান হোসেনের দোকানে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অভিযানে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান এবং তার সাথে পুলিশ সদস্যদের একটি দলও উপস্থিত ছিল।

ইউএনও মিলন সাহা বলেন, অনুমোদন ছাড়া সার মজুত করে কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ন করে তাদেরকে ভোগান্তিতে ফেলা যাবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন