Ridge Bangla

দুলকার সালমান পর্দায় এবং পর্দার বাইরে জাদু তৈরি করেন: কল্যাণী

মালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের জন্মদিনে সহ-অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনের আবেগঘন শুভেচ্ছা পোস্ট ঘিরে সরগরম নেটিজেনরা। সোমবার ইনস্টাগ্রামে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ সিনেমার শুটিং সেট থেকে একটি বিহাইন্ড-দ্য-সিন ছবি শেয়ার করে কল্যাণী লিখেছেন, “যিনি পর্দায় এবং পর্দার বাইরে জাদু তৈরি করেন, সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা।”

দুলকার শুধু এই সিনেমার নায়ক নন, প্রযোজকও। তার প্রযোজনা সংস্থা ‘ওয়েফারার ফিল্মস’-এর ব্যানারে নির্মিত এই সিনেমা মালয়ালম ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম নারী সুপারহিরো-কেন্দ্রিক ছবি হিসেবে চিহ্নিত হচ্ছে। ছবিতে কল্যাণী থাকছেন মূল চরিত্রে।

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা একদিকে দুলকারকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দেন, অন্যদিকে আসন্ন ছবিটি নিয়ে নতুন উদ্দীপনা প্রকাশ করেন।

কল্যাণীর বার্তায় শুধু শুভেচ্ছা নয়, দুলকারের প্রতি শ্রদ্ধা এবং তাদের পেশাদার বন্ধুত্বের দৃঢ় সম্পর্কও ফুটে উঠেছে। ভক্তদের প্রতিক্রিয়ায় বোঝা যায়, তারা ‘লোকাহ’-এর জন্য আগ্রহভরে অপেক্ষা করছেন। এই সিনেমার মাধ্যমে একদিকে দুলকার প্রযোজনায় নতুন ধারা আনছেন, অন্যদিকে কল্যাণী প্রমাণ করছেন যে নারী চরিত্রও গল্পের কেন্দ্রীয় নায়ক হতে পারে। ফলে পর্দার ভেতর ও বাইরে তাদের এই বন্ধুত্ব মালয়ালম ইন্ডাস্ট্রিতে এক অনন্য উদাহরণ হয়ে উঠছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন