Ridge Bangla

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ-যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (১৮ জুন) সকাল থেকে এই আদেশ কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।

আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কবার্তায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে বিআইডব্লিউটিএ এ সিদ্ধান্ত নেয়।

নৌ চলাচল বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে হাতিয়াগামী যাত্রী ও পণ্য পরিবহনকারী লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাতিয়ার জনজীবন স্থবির হয়ে গেছে। জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা এবং পণ্য পরিবহনেও ভোগান্তির মুখে পড়ছেন স্থানীয়রা।

হাতিয়ার ইউএনও মো. আলাউদ্দিন জানান, “আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার ভিত্তিতে উপকূলীয় অঞ্চলে সব ধরনের ট্রলার ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে হাতিয়া ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় রয়েছে।”

তিনি আরও বলেন, “জননিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। পাশাপাশি স্থানীয় জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।”

প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন