দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা অফিস সম্পাদক হাবিবুর রহমান (৩২) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আহত হাবিবুর রহমান উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আকাব উদ্দিনের ছেলে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেলে থাকা অবস্থায় হাবিবুর রহমানের ওপর হামলা চালায় আমিনুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি দুর্বৃত্ত দল।
ওসি আরও বলেন, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। হেলমেট থাকায় মাথায় বড় ধরণের ক্ষতি না হলেও ডান হাত গুরুতরভাবে জখম হয় এবং শরীরজুড়ে ক্ষত সৃষ্টি হয়। হাবিবুর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় হামলাকারী আমিনুল ইসলাম পাশের একটি বাড়িতে লুকালে এলাকাবাসী তাকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
আহত হাবিবুর রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।