দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, মীজানুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান-সংশ্লিষ্ট ব্যক্তি এভারকেয়ার হাসপাতালের পরিচালক মাহাবুবুল আনামের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর কমিশনের নির্দেশে গোপন অনুসন্ধান চালানো হয়। তাতে দেখা যায়, ১৭ আগস্ট মীজানুল ইসলাম হাসপাতালে ভর্তি হন এবং ২০ আগস্ট ছাড়পত্র নেন। কিন্তু চিকিৎসা বাবদ দুই লাখ ৪ হাজার ১৩২ টাকা নিজে পরিশোধ না করে মাহাবুবুল আনামের গ্যারান্টিতে ছাড়পত্র নেন।
অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় গত ৪ সেপ্টেম্বর কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হয়। সেখানে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এ প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়মে খোরাকি ভাতা পাবেন।
এর আগে রোববার মীজানুল ইসলামকে বদলি করে দুদকের এনআইএস এবং উন্নয়ন সহযোগী ও সমন্বয় (দেশীয়) বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নতুন পদে যোগদানের আগেই তাকে বরখাস্তের মুখে পড়তে হলো।