Ridge Bangla

দুর্গোৎসব ঘিরে মণ্ডপে ডিএনসিসির বিশেষ ফগিং অভিযান

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজধানীর পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় মশক নিধনে বিশেষ ফগিং কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) দিনভর ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়।

সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মীরা জানান, মণ্ডপগুলোতে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি অঞ্চলের পূজা মণ্ডপ ও আশপাশে নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে মশাবাহিত রোগ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখাই মূল লক্ষ্য।

ডিএনসিসির মশক নিধন কর্মী সাইদুল ইসলাম জানান, “ডিএনসিসির ৩৭ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির-পাঁচতলা বাজার, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, আফতাবনগর ও নিমতলী মন্দির এবং টেকপাড়ায় সার্বজনীন দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন