Ridge Bangla

দুর্গাপূজা ঘিরে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে দেশে কোনো সুনির্দিষ্ট নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে দুষ্কৃতকারীরা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে এমন সম্ভাবনা মাথায় রেখে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ স্থাপিত হবে। এর মধ্যে শুধু ঢাকায় থাকবে ৭ হাজার ১৩৬টি মণ্ডপ। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর ৩ লাখ সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি পূজামণ্ডপে রাতের বেলায় চারজন করে এবং দিনে একজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের আশপাশে মেলা বসতে দেওয়া হবে না। কারণ, এসব মেলার আড়ালে প্রায়ই নেশাদ্রব্য সেবনসহ অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়। তাই শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহল ও নজরদারিতে থাকবে। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে। তিনি বলেন, সরকার চায়—দেশের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মাবলম্বী শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন