Ridge Bangla

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের আবহমানকালের ঐতিহ্য হলো বিভিন্ন ধর্মাবলম্বীর পারস্পরিক বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য।

রোববার (২৮ সেপ্টেম্বর) এক লিখিত বক্তব্যে তিনি বলেন, সংবিধান প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দিয়েছে। তাই ধর্ম, বর্ণ, দল বা মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব উল্লেখ করে তিনি হাদিসের উদ্ধৃতি দেন— “যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তার অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমি তার বিরুদ্ধে লড়ব।” তারেক রহমান অভিযোগ করেন, বর্তমান ফ্যাসিবাদী শাসনামলে দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান, যেন ভবিষ্যতে এমন কোনো ঘটনা না ঘটে।

তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “আপনারা নির্ভয়ে, উৎসাহ-উদ্দীপনায় উৎসব উদযাপন করুন এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিন।” বিএনপির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।” এই বার্তায় তিনি শুধু শুভেচ্ছাই জানাননি, বরং জাতির সামগ্রিক ঐক্য ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন