Ridge Bangla

দুর্গাপূজায় দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশে কোনো ধরনের হুমকি বা চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালা পাড়া দুর্গোৎসব উদযাপন পরিষদের আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, পূজাকে ঘিরে সম্ভাব্য নাশকতা রোধে সব গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের সঙ্গে আলাপ হয়েছে, তবে কোনো ধরনের বিশৃঙ্খলা বা হামলার তথ্য তাদের হাতে নেই। তিনি বলেন, “সব জাতিগোষ্ঠীর মানুষ এ দেশের নাগরিক। বাংলাদেশ বিশ্বের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।” তিনি আরও বলেন, এবারের দুর্গাপূজা সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি মণ্ডপে সর্বক্ষণিক নজরদারি রাখতে, যাতে কোনো অঘটন না ঘটে।

এসময় বিগত সরকারের সময়ে নির্মিত ৫৬০টি মসজিদের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন ধর্ম উপদেষ্টা। তিনি অভিযোগ করে বলেন, “পূর্বের এমপি-মন্ত্রীদের অনেকেই নিজেদের আধিপত্য বিস্তারের জন্য বাড়ির পাশে কিংবা মসজিদের পাশেই নতুন মসজিদ নির্মাণ করেছেন, যার কোনো বাস্তব প্রয়োজন ছিল না। এখন দেখা যায়, এসব মসজিদে মুসল্লি পাওয়া যাচ্ছে না।”

পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারাও উপস্থিত ছিলেন। ধর্ম উপদেষ্টা সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন