Ridge Bangla

দুর্গাপূজায় দুই রুটে চলবে চার জোড়া স্পেশাল ট্রেন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রী চাহিদা মেটাতে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলবে।

প্রতিটি ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে মোট আসন সংখ্যা ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই। তবে যাত্রীদের এসি আসনের জন্য ৩০ শতাংশ এবং নন-এসি আসনের জন্য ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে।

রেলওয়ে সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম-ঢাকা রুটের স্পেশাল ট্রেন দুপুর ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাত সাড়ে ১০টায় কমলাপুর থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ ছেড়ে যাবে। ১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ চলবে এবং রাতেও ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ যাবে।

৩ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকার ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ ছেড়ে আসবে এবং রাতেও ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ চলবে। ৪ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকার ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ ছাড়বে এবং রাত সাড়ে ১০টায় কমলাপুর থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম স্পেশাল’ ছেড়ে ভোর সাড়ে ৪টায় চট্টগ্রামে পৌঁছাবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান জানান, পূজার জন্য বিশেষ ট্রেন চালানো হয়েছে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে। তিনি বলেন, প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে যাত্রীরা স্বস্তিতে পৌঁছাতে পারেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন