দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা রাশিদ পলাশের আলোচিত সিনেমা ‘রঙবাজার’। তামজিদ অতুলের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। বাংলাদেশের অন্যতম প্রাচীন যৌনপল্লির বাস্তবতা, উচ্ছেদের পেছনের ঘটনা এবং এর সামাজিক অভিঘাতই ছবির মূল বিষয়বস্তু।
‘রঙবাজার’ সিনেমার শুটিং শুরু হয় ২০২২ সালে, এবং এটি ধারণ করা হয়েছে মূলত রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি এলাকায়। ছবিটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। বহু আগেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত থাকলেও প্রযোজকরা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষায় ছিলেন।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, “এটি সবার জন্য নয়, বরং নির্দিষ্ট দর্শকদের জন্য নির্মিত। গত বছর মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। দুর্গাপূজা আমার জন্য বিশেষ সময়। এই উৎসবেই আমার ‘পদ্মাপুরাণ’ মুক্তি পেয়ে ভালোবাসা পেয়েছিল। আশা করি ‘রঙবাজার’ও সেই ভালোবাসা পাবে।”
সিনেমাটিতে উঠে এসেছে যৌনপল্লিকে ঘিরে সমাজের দ্বিচারিতা ও বাস্তবতা। রাশিদ পলাশ বলেন, “সভ্য সমাজ যৌনপল্লিকে ঘৃণার চোখে দেখে, অথচ এই পেশা উচ্ছেদ করেও থামানো যায়নি। বরং ছড়িয়ে পড়েছে। টানবাজার উচ্ছেদের পর যেভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটিই তুলে ধরা হয়েছে সিনেমায়।”
‘রঙবাজার’ সিনেমায় অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, শাহজাহান সম্রাট, মৌসুমী হামিদ, মানিক সাহা, লুৎফুর রহমান জর্জ এবং মাহমুদুল ইসলাম মিঠু।
দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দিতে তৈরি এই সিনেমা। নির্মাতার প্রত্যাশা, ‘রঙবাজার’ সমাজের অন্ধকার ও অবহেলিত অধ্যায়ের বাস্তব চিত্র সাহসিকতার সঙ্গে তুলে ধরবে।