Ridge Bangla

দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সিআইডির মামলা

দুবাইয়ে প্রায় ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়।

সিআইডির অভিযোগ অনুযায়ী, পাচার করা অর্থ দিয়ে দুবাইয়ে ২২৬টি ফ্ল্যাট কেনা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায় বিনিয়োগের প্রমাণ মিলেছে। মামলায় সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমীলা জামানসহ আরও ৫–৭ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, অনুসন্ধানে দেখা গেছে ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে দুবাইয়ের আল বর্ষা দক্ষিণ, থানিয়া, জাদ্দাফ, বুর্জ খলিফা, মার্সা দুবাই, জাবাল আলীসহ বিভিন্ন এলাকায় ফ্ল্যাট কেনা হয়েছে। এসব সম্পত্তির বাজারমূল্য প্রায় ৩৩ কোটি ৫৬ লাখ দিরহাম। এছাড়া রুকমীলা জামানের নামে আল বর্ষা দক্ষিণ এলাকায় “কিউ গার্ডেনস বুটিক রেসিডেন্সেস-ব্লক বি” নামের দুটি সম্পত্তির তথ্য মিলেছে, যার মূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার দিরহাম।

অভিযোগে আরও বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর নামে এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকে মোট চারটি অ্যাকাউন্ট চালু রয়েছে।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও আরামিট গ্রুপের চেয়ারম্যান ছাড়াও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিনবারের সভাপতি ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন